৯ বছর পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা
শহিদুল ইসলাম পিয়ারুল, স্টাফ রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশিত:
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
১২৩
বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ প্রায় ৯ বছর পর বিদ্যালয়ের নানান জটিলতার অবসান ঘটিয়ে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ১৬ মোতাবেক নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের নির্দেশক্রমে উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধমে জানা গেছে, ৩০ই আগস্ট ও ৩১শে আগস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ এবং ৩রা সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় মনোনয়নপত্র বাছাই ও ৭ই সেপ্টেম্বর বেলা ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। সর্বশেষ আগামী ২১শে সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-১জন, দাতা-১জন, অভিভাবক (পুরুষ) ৪জন, অভিভাবক (মহিলা) ১ জন, সাধারণ শিক্ষক ২জন, ও মহিলা ১জন পদে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ৯ বছর পর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে একটি দক্ষ পরিচালনা কমিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ দিকে নির্বাচনী প্রচারণায় ঘোষিত তফসিল অনুযায়ী জনসভা, শুভাযাত্রা, লাউডস্পীকার সহ বাইসাইকেল, মোটারসাইকেল ও কোন প্রকার গাড়ী বহর ব্যবহার করা যাবে না বলে তফসিলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সাড়ে ৫ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি সাইজের সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে। তবে কোন নির্বাচনী ক্যাম্প ব্যবহার করা যাবে না।
বিদ্যালয়ের দাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, সকল জটিলতার অবসান ঘটিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আশা করছি নির্বাচিত নতুন্য ম্যানেজিং কমিটি প্রাতিষ্ঠানিক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাজী আতাউর রহমান বলেন, বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের স্বার্থে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। একটি দক্ষ ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি উপহার দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।