1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ অপরাহ্ন

১৫ ও ২১ অগাস্টে নিহতদের স্মরণে পৌর শ্রমিক লীগের দোয়া ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে  জাতীয় শোক দিবস ১৫ই অগাস্ট ও বর্বরোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে জেলা পৌর শ্রমিক লীগ, জেলা শাখা।

বুধবার ২৩ আগস্ট বিকালে জেলা সদরের একরামপুর এলাকায় জেলা শ্রমিক লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও  জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য এক কলংকময় অধ্যায়। তখন বাংলাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছিল ঘাতকরা। ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল। ভাগ্যক্রমে দেশের বাইরে থাকায় সেদিন শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রাণে বেঁচে যায়। তারা যখন দেশে ফিরে আবারো বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ শুরু করে তখন ২০০৪ সালের ২১ আগস্ট আবারো ঘাতকরা হামলা করে দলীয় প্রধান শেখ হাসিনার উপর। সেদিনও বৃষ্টির মত গ্রেনেড ছোড়া হয় বঙ্গবন্ধু কন্যার উপর। অনেক নেতাকর্মী সেদিন জীবন দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কুচক্রী মহল আবারো মাথাছাড়া দিয়ে উঠছে। এসময় বক্তারা দেশ ও দশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, আব্দুল খালেক সুলতান, প্রচার সম্পাদক লুৎফুল আরেফীন গোলাপ, জাতীয় শ্রমিক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম সিরাজুল ইসলাম, জেলা কৃষকলীগের  সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আবুল হাসেম, কিশোরগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আব্দুল করিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং