বৃহস্পতিবার, ১৯ অক্টোবর বেলা দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকসা করে তিন ব্যক্তি হোসেনপুর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। অটোরিকসাটি আদু মাস্টার বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকসাটিকে চাপা দিয়ে সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়।
এতে ডাম্প ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকসা চালক আলম মিয়া(৫০) ঘটনাস্থলেই মারা যান। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি কামালিয়ারচর এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
নিহত অপর তিনজন হচ্ছেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকার মাদ্রাসা ছাত্র তানিম মিয়া (১২), হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর গ্রামের ছাত্রদল নেতা মো. মিজানুর রহমান মিজান (২৬) ও পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বৃদ্ধ মো. মোতালেব মিয়া (৭০)।
এদের মধ্যে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্র তানিম মিয়া মারা যান। মিজানুর রহমান ও বৃদ্ধ মোতালেব মিয়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে জানান ডাম্পট্রাকের চালককে আটক করা হয়েছে।