কিশোরগঞ্জের হোসেনপুরে ১০ চাকার ডাম্পট্রাক চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার ৪ সেপ্টেম্বর দুপুরে পৌর এলাকার দীপেশ্বর গোলচত্বরে মানববন্ধন এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠত।
জানা যায়, কিশোরগঞ্জ টু হোসেনপুর ব্যস্ততম পাকা সড়কে কিছু দিন ধরে ১০ চাকার বহু ডাম্পট্রাক চলাচল করছে। ব্যস্ততম এই সড়কে বেপোরোয়া ডাম্পট্রাক চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের বিভিন্ন অংশ। মানবন্ধনে বক্তব্য রাখেন-মো.মহসিন সিরাজী, রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, তানজিল আহম্মেদ,শামিম আহম্মেদ,সিরাজ উদ্দিন ওস্তাদ প্রমুখ।