1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

স্থানীয় সরকার উন্নয়ন মেলায় সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলা উপলক্ষে স্থাপিত স্টলে সাধারণ জনগণকে স্বাস্থ্য সেবা দিচ্ছেন স্বাস্থ্য কর্মীগণ।

সোমবার, ১৮ সেপ্টেম্বর উপজেলা চত্বরে গিয়ে এ সেবা কার্যক্রম দেখতে পাওয়া যায়। রবিবার এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। 

জানা যায়, সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলার প্রশাসন। মেলায় বিভিন্ন দপ্তরের ২২টি স্টল স্থাপন করা হয়। বিভিন্ন স্টলে দাপ্তরিক উপকরণ প্রদর্শিত হলেও স্বাস্থ্য বিভাগের সেবা মূলক কার্যক্রম ছিল চোখে পড়ার মত। 

মেলায় স্বাস্থ্য সেবা নিতে আসা অনেকেই বলেন, মেলা দেখতে এসে ফ্রিতে স্বাস্থ্য সেবা পাবো সেটা ভাবতেই পারিনি। স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে। এখানে এসে অনেকেই ডায়াবেটিস প্রেশারসহ অন্যান্য রোগের পরীক্ষা করাতে পারছেন। আসলেই এবার মেলায় এসে আমরা আনন্দিত।  

স্বাস্থ্যকর্মী রাজেশ চক্রবর্তী পার্থ জানান, দুই দিনে উন্নয়ন মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আমাদের স্টলে ৯৭জন দর্শনার্থীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। মেডিকেল অফিসার ডা. শারমিন ইসলাম ও ডা. শারমিন আক্তার স্টলে ১৬জন রোগিকে ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও স্টলে স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। 

স্টলে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. সাকিব আহমেদ খান, এসআই বেদেনা আক্তার, এম টি প্রিয়াংকা বড়াল, সুরুজ আলী, সাজ্জাদ জহির, সিনিয়র স্টাফ নার্স তাহমিনা বেগম, তহুরা আক্তার, মুকলেহা খাতুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং