1. info@bdchannel4.com : BD Channel 4 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নিকলীতে সুব্রত পালের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আশরাফুল ইসলাম তুষার,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে
নিকলীতে গণসংযোগ করছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে কিশোরগঞ্জের নিকলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

বুধবার, ১১ অক্টোবর সকাল থেকে দিনব্যাপী নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর বাজার,রোদার পুড্ডা বাজার ও সদর ইউনিয়নের নতুন বাজার ও পুরাতন বাজারের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে সুব্রত পাল বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিতে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন,বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, শতভাগ বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। এ সময় সুব্রত পাল আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান।

লিফলেট বিতরণ ও গণসংযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন,নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং