শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়্যারম্যান নির্বাচিত হলেন এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
১৩৪
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিকলীর কৃতি সন্তান এ.এম.রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি।
রবিবার, ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও নিকলী উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি নিকলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক নিকলী উপজেলা চেয়্যারম্যান ইসহাঁক ভূঁইয়ার ছেলে। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি বলেন, ‘এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় নিকলীবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি নিকলী উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ।’ আর আমার সব কৃতিত্ব সবই উপজেলাবাসীর জন্য।’