কিশোরগঞ্জের সকলের প্রিয় মুখ সরযুবালা (এসভি) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের মরদেহ ভারতের মুম্বাই থেকে কিশোরগঞ্জ পৌঁছুবে আগামী কাল (বুধবার) দুপুরে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর সকাল ১০ টায় শাহনাজ কবীরের মরদেহ প্রথমে নেয়া হবে তাঁর প্রিয় কর্মস্থল সরযুবালা (এসভি) সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে তাঁর সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন।
পরে একইদিন বাদ জোহর ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় স্বামীর গ্রামের বাড়িতে। কলতাপাড়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, রবিবার, ১ অক্টোবর বেলা ১টা ২০ মিনিটে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি সেখানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় গত কয়েকদিন ধরে আইসিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।