গণতন্ত্রী পার্টির উদ্যোগে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার, ৩ আগস্ট সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.মো. শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ,সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী হিরা, সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সারয়ার্দীন,গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হরি প্রসাদ মিত্র,সম্পাদক মন্ডলীর সদস্য ফরিদ আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে ডেঙ্গুর ভয়াবহতা রোধে এডিস মশা ধ্বংস করা,ডেঙ্গু রোগীদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করা,নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করা,মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধ করা,ঘুষ-দুর্নীতি,অর্থপাচার বন্ধ করা,স্বচ্ছ ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তোলা,দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলার দাবী জানানো হয়।