ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে র্যালি ও মানববন্ধন
মো. মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
প্রকাশিত:
বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
৯২
বার পড়া হয়েছে
ময়মনসিংহে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক নেটওয়ার্কের উদ্যোগে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৩০ অগাস্ট সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা গুমের শিকার সকল ব্যক্তিকে অনতিবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। মানববন্ধন থেকে অধিকার এর সেক্রেটারি অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন খান এলানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় যাতে ফরমায়েশি রায় দেয়া না হয় সেজন্য বিচার বিভাগের প্রতি আহবান জানানো হয়। এবং প্রতিটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
অধিকার ও মায়ের ডাক এর সমন্বয়কারী সাংবাদিক মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক বলেন, বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে না, ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। রাজনৈতিক দলগুলো কোনো কর্মসূচি দিলেই সরকার বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে। শুধু তাই নয়, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যেসব নেতাকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী সমালোচনা করছেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং গুম করছে। তিনি গুমের সংষ্কৃতি বন্ধের আহবান জানিয়েছেন।
অপরদিকে সিনিয়র আইনজীবী এটিএম মাহবুব উল আলম বলেন, স্বাধীন বাংলাদেশে গুমের ঘটনা কখনও কাম্য নয়। তাছাড়া গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করতেও সরকারের প্রতি আহবান জানান।
র্যালি ও মানববন্ধনে অধিকার এবং মায়ের ডাক নেটওয়ার্কের সদস্য, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীর মানুষজন উপস্থিত ছিলেন।