1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

মিঠামইনের হত্যা মামলার পলাতক অভিযুক্ত হবিগঞ্জ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইনের একটি হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্তকে হবিগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার খলিলুর রহমান(৩২) জেলার মিঠামইন উপজেলার ভুরভুরি এলাকার মৃত আ. হাসিমের ছেলে।

শুক্রবার, ১৩ অক্টোবর বেলা সোয়া দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার  গোহারুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ মে দুপুর আনুমানিক দুপুর আড়াইটার দিকে মিঠামইন থানাধীন ভুরভুরি সাকিনস্থ বাদী মোছা. খোদেজা বেগম(৪১) এর বসত বাড়ির সামনে গত বাদীর স্বামী ভিকটিম আরফান মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার খলিলুর রহমানসহ এজাহারনামীয় আরও ৮ জন পরষ্পর যোগসাজসে একই উদ্দেশ্যে বেআইনী জনতাবদ্ধে অনধীকার প্রবেশ করে হুকুম দিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

পরবর্তীকে ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছা. খোদেজা বেগম(৪১) বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর এজাহারনামীয় অভিযুক্ত গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। সকল অভিযুক্তদের  আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাহিকতায় শুক্রবার দুপুরে হত্যা মামলার প্রধান অভিযুক্ত খলিলুর রহমানকে র‌্যাব গ্রেফতার করে।

গ্রেফতার আসমিকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানান, অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং