মিঠামইনের ধোবাজোড়ায় ঘনঘন লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা
মিঠামইন (কিশোরগঞ্জ) থেকে মোক্তার হোসেন গোলাপ।।
প্রকাশিত:
সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
১৭৪
বার পড়া হয়েছে
বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের বিরুদ্ধে মিঠামইন উপজেলার পল্লীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৪ সেপ্টেম্বর বিকেলে ধোবাজোড়া দক্ষিণহাটি শহিদ স্মৃতি ক্লাবের উদ্যোগে শহীদ চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওমর ফারুক ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বি এম জাফর ইকবাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছা মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ তীব্র গরমে ঘনঘন বিদ্যুতের লোডশেডিংয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বের এই সমস্যা সমাধানে পল্লী বিদ্যুত সমিতিকে এগিয়ে আসার আহ্বান জানান।