প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৩:০৭ পি.এম
মরক্কোতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৯৭, আহত ২ হাজার ৪৭৬
আফ্রিকার দেশ মরক্কোতে সংঘটিত ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৭ জনে। এতে আহত হয়েছেন আরো ২ হাজার ৪৭৬ জন।
সোমবার, ১১ সেপ্টেম্বর হতাহতের এই আপডেট সংখ্যা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত শুক্রবার, ৮ সেপ্টেম্বর মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী ৬.৮ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানলে দক্ষিণ মারাক্কেশের বহু গ্রাম্য এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।
উদ্ধার তৎপরতা জন্য প্রয়োজনীয় আধুনিক উপকরণের অভাবে অনেকেই স্থানীয় উদ্ধার সরঞ্জাম এমনকি শুধু হাত দিয়েও আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে।
ভূমিকম্পে উপদ্রুত এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক এলাকায় উদ্ধারকারীরা পৌঁছুতে পারছেন না বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
উপদ্রুত অঞ্চলের অনেক এলাকায় খাবার পানি ও জরুরি খাদ্য সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় অনেককেই এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।
মরক্কো সরকার জানিয়েছে, এরইমধ্যে তারা যুক্তরাজ্য, স্পেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সাহায্যের প্রস্তাব গ্রহণ করেছে। আরো বেশ কয়েকটি দেশ মরক্কোকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছে।
ভূমিকম্পের তিন দিন পার হওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে বলে দেশটির গণমাধ্যমগুলো আশঙ্কা করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত