কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. বাবুল হোসেন (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও এলাকার মো. সামসু মিয়ার ছেলে।
শনিবার, ৯ সেটেম্বর রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফত করা হয়।
এ বিষয়ে ভৈরব থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।