করিমগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। আগামিকাল বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করিমগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।
এ ক্ষেত্রে করিমগঞ্জ উপজেলা প্রশাসন এ ঘোষণায় পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে করিমগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র এসব তথ্য জানায়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু জানান, ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা জন্য নির্ধারিত নতুন ১২ টি ঘর। করিমগঞ্জ উপজেলায় মোট ১৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। করিমগঞ্জ উপজেলায় ১৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে জমির কবুলিয়ত দলিল, নামজারি এবং সনদ হস্তান্তর করা হবে।