ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকসা ও লেগুনার সংঘর্ষে এক নারী নিহত ও সিএনজিতে থাকা অপর ৫ জন আহত হয়েছেন।
নিহত পারভিন আক্তার (৪০) গফরগাঁও উপজেলার যশরা গ্রামের রইস উদ্দিনের স্ত্রী।
শনিবার, ১১ নভেম্বর রাতে ভালুকা- গফরগাঁও সড়কের গোয়ারী বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সিএনজি চালকও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নিহত পারভিন আক্তারসহ একটি সিএজিচালিত অটোরিকসায় করে ভালুকা থেকে গফরগাঁও উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভালুকা উপজেলার গোয়ারী বটতলা এলাকায় সিএনজি-লেগুনার সংঘর্ষ হলে সিএনজিতে থাকা সকলেই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিতে থাকা মেডিকেল অফিসার পারভিন আক্তারকে মৃত ঘোষণা করেন।