কিশোগঞ্জের জেলার নিকলীর বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান (৭৫) বুধবার, ২৩ অগাস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নাল্লিাহি…রাজিউন) করেছেন।
তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার, ২৪ অগাস্ট সকালে নিজবাড়ি নিকলীর কারপাশা গরগরহাটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মজলিশপুর বড়হাটি গ্রামের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।