1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম হাসান সাকিব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী বিদ্বেষমূলক পোস্ট দেওয়ায় ক্ষমা চেয়েছেন  বাংলাদেশ দলে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করলে কারণ জানানোর পাশাপাশি তিনি নিজের ভুল মেনে নেন। পোস্ট দেওয়ার ঘটনায় তাকে সতর্ক করেছে বিসিবি। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর সাংবাদমাধ্যমকে এসব জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ব্যাটে-বলে আলো ছড়িয়ে অভিষেক পর্বটা রাঙিয়েছেন তরুণ এই ক্রিকেটার। ওই ম্যাচের পর থেকে আলোচনায় যুব বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। তবে এই আলোচনা মুহূর্তেই রূপ নেয় সমালোচনায়। সেটা সাকিবের দেওয়া পুরনো কিছু ফেসবুক পোস্টের কারণে।

পরনো এক পোস্টের একটি লাইনে সাকিব লেখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবেন না।’ পুরনো এসব পোস্ট হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়লে সাকিবকে নিয়ে চরম সমালোচনা শুরু হয়। তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করারও দাবী ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং