কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের অফিস,বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও বাজিতপুর উপজেলার ৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি ফাইজুল ইসলামের বাড়িতে ও দোকানে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা।
শুক্রবার, ১১ আগস্ট সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল,জেলা আ.লীগের সহ-সভাপতি নুরুন্নবী বাদল,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল,কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আরকান,নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ,হিলচিয়া ইউপি চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী,বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নজরুল ইসলাম খোকন,বাজিতপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমুখ।
বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিক বলেন,হামলা মামলা ভয় দেখিয়ে লাভ নেই এই সন্ত্রাসীদের বাজিতপুরের মানুষ ঘৃণা করে। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের প্রতিহত করবে।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।