কিশোরগঞ্জের বাজিতপুর থানার অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে বাজিতপুর থানা পুলিশ।
গ্রেফতার চাজনের মধ্যে . খোকন মিয়া (৪১) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে,বিপুল চন্দ্র দাস (২৬) একই উপজেলার পাটুলী শিয়ালদিপাড় এলাকার মৃত বিমল চন্দ্র দাসের ছেলে,মোছাদ্দেক হোসেন (৪৩) একই উপজেলার পাটুলী শেখবাড়ি এলাকার মো. আবুল কাশেমের ছেলে এবং মো. রানা মিয়া (২৮) একই উপজেলার পাটুলী মলিহাটি নতুন শাহপুর এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার, ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৯১ বোতল বিদেশি মদসহ বাজিতপুর থানার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওড়ের শ্মশান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।