কিশোরগঞ্জের করিমগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু।
সকাল ১০ টায় করিমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল, করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঞা, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শামীমা সুলতানা, করিমগঞ্জ উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ ।