প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৩, ৯:৪৫ এ.এম
ফেসবুকে রহস্যময় ঘোষণা দিয়ে ক্রিকেট ছড়লেন রুমানা
আজ থেকে চার বছর আগে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেসময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জেতে টাইগ্রেসরা । যাতে বেশ ভালো ভূমিকা নিয়েছিলেন রুমানা আহমেদ । সেই রুমানা হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানালেন। শনিবার, ৫ আগস্ট রাতে রহস্যময় এক ফেসবুক পোস্টে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন বাংলাদেশ নারী দলের এই অলরাউন্ডার।
সম্প্রতি ফিটনেস ইস্যুতে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন রুমানা। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।
সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও দলে ছিলেন না রুমানা। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পরই হয়তো অভিমানেই ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন নারী ক্রিকেটার রুমানা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত