1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৫ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় গণতন্ত্রী পার্টির নিন্দা ও প্রতিবাদ

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপতাকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের গণতন্ত্রী পার্টি।

সোমবার, ৯ অক্টোবর বিকাল সাড়ে ৫ টায় ইসরায়েলি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতিতে পাঠিয়েছে দলটি। গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা:শহীদুল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন যৌথ বিবৃতিতে বলেন, শনিবার থেকে সাম্রাজ্যবাদ ইসরায়েলী বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে, তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহত হামলা চালিয়ে বর্তমান সাম্রাজ্যবাদ ইসরায়েলী সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আর্বিভূত হয়েছে। ইসরায়েলের হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসরায়েলি দখলদারিত্বের অবসান, উত্তেজনা ও আগ্রাসন বন্ধ এবং বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং