প্রধানমন্ত্রীকে হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা চাঁদকে কিশোরগঞ্জের কারাগারে প্রেরণ
আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
প্রকাশিত:
সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
১১০
বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় বিএনপি নেতা চাঁদকে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর আইনজীবী দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার মামলা সোমবার কিশোরগঞ্জ আদালতে ধার্য তারিখ ছিল। তাই তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয় এবং সোমবার সকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন এর আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ গত ১৯ মে পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।
আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংক্রান্ত মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদকে কিশোরগঞ্জে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সারাদেশে ২৬টি মামলা হয়েছে। আমরা মঙ্গলবার উনার জামিন চাইবো।
আশা করছি আইন অনুযায়ী উনাকে জামিন দেওয়া হবে। এক বিষয়ে প্রত্যেক জায়গাতেই মামলা দেয়া হচ্ছে এবং রিমান্ড চাওয়া হচ্ছে। উনি বয়স্ক মানুষ। উনার একটি কিডনি ড্যামেজ। তারপরও উনাকে আইনি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না।আমরা আশা করি মঙ্গলবারই কিশোরগঞ্জ থেকে উনার জামিন মঞ্জুর হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা মামলাটি রুজু করি। মামলাটি তদন্তাধীন রয়েছে।
গত ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।