পান্না কায়সারের মৃত্যুতে গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক
দিলোয়ার হোসাইন নানক।।
প্রকাশিত:
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
২১৪
বার পড়া হয়েছে
বিশিষ্ট লেখক,বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ব্যারিস্টার আরশ আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
শুক্রবার, ৪ আগস্ট তারা এক বিবৃতিতে তারা সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের বিদেহী আত্নার শান্তি কামনা, শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জানান।
উল্লেখ্য শুক্রবার, ৪ আগস্ট বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্না কায়সারের মৃত্যু হয়। পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ্ কায়সারের স্ত্রী ছিলেন।