1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম রেনুর শান্তি সমাবেশ 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগন্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

 

পাকুন্দিয়া অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ এ শ্লোগানে হরতাল অবেরোধ- সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন  পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সদস্য, কিশোরগন্জ- ২ (পাকুন্দিয়া কটিয়াদী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রেনু) )।

বৃহস্পতিবার, ৯ নভেম্বর সন্ধ্যায়  মির্জাপুর বাজারে চরফারদীয় ইউনিয়ন  পরিষদের সামনে   আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু  বলেন, দেশের মানুষ বিএনপির ডাকা অবরোধ মানছে না। অবরোধ নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় দেশের মানুষ। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ। আমরা একটা কথাই বুঝি নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাজহারুল হক উজ্জল, উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, চরফরাদী ইউপির সাবেক সদস্য কাঞ্চন মিয়া, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খোকন, চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম দুলাল, ছাত্রলীগ নেতা প্রিন্স হিমেল ও মেহেদী হাসান রানা, সাংবাদিক আবু হানিফ,  আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নাছির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং