নিকলীতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল
আশরাফুল ইসলাম তুষার।।
প্রকাশিত:
রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
২৬২
বার পড়া হয়েছে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণসহ এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
রবিবার, ১৩ অগাস্ট কেন্দ্রীয় যুবলীগ নেতা সুব্রত পাল নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার ও ভাটি বরাটিয়া এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন,নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ প্রমুখ ।
১৯৮৫ সালে ছাত্রলীগের মাধ্যমে সুব্রত পাল রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৯ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মনোনয়নের বিষয়ে সুব্রত পাল বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করে চলছি। দলের কাছে এবার মনোনয়ন চাইব। সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে আশা করি কিশোরগঞ্জ- ৫ আসনে বিজয়ী হতে পারব।