ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার, ২৮ অগাস্ট বেলা ১২টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নতুন মসজিদ সংলগ্ন স্থানে রাস্তা পারপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র আরাফ (৬) উপজেলার ইসলামিক স্কুলের নার্সারী বিভাগের ছাত্র ও নান্দাইল সদর ইউনিয়নের ঝালুয়া গ্রামের আল আমিনের ছেলে।
নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিডিচ্যানেল ফোরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় ঘাতক বাস বা বাসের চালকে আটক করা যায়নি।