1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পূর্বাহ্ন

নান্দাইলে সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার নির্বাচনী তফসিল ঘোষণা, অবগত নয় অভিভাবক মহল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে বিষয়টি  মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক মহলে কোন সাড়া পড়েনি বলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাদ্রাসার দাতা সদস্যের অনেকের কাছেই তফসিলের বিষয়টি অবগত করা হয়নি। এছাড়া নির্বাচনী তফসিলের পূর্বে কোন অভিভাবক সমাবেশ হতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর অনুচ্ছেদ ১৬ মোতাবেক উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধমে জানা গেছে, আগামী ১৭ অগাস্ট শুরু হয়ে  ২০ অগাস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ তারিখ। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২১ অগাস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। এছাড়া আগামী ২২ অগাস্ট সকাল ১০ টায় মনোনয়নপত্র বাছাই ও ২৪ অগাস্ট বেলা ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সর্বশেষ আগামী ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-১জন, দাতা-১জন, অভিভাবক (পুরুষ) ৪জন, অভিভাবক (মহিলা) ১জন, সাধারণ শিক্ষক-২জন, ইবতেদায়ী শাখায়-১জন, দাখিল শাখায়-১জন ও উভয় শাখায় মহিলা-১জন পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানাগেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির তফসিলের ব্যাপারে তাদেরকে কোন তথ্য দেননি অত্র মাদ্রাসার সুপার মো.আব্দুস সালাম। অভিভাবক সমাবেশ তো দূরের কথা, ভোটার তালিকা চাইলেও দিতে রাজি নন সুপার। ফলে উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচন শুরু হওয়ার পূর্বেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে নির্বাচনের তফসিল।

এ বিষয়ে মাদ্রাসার দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন বলেন, এখন শোনতাছি যে মাদ্রাসার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আমাকে কোন চিঠিপত্র বা মৌখিকভাবে কিছুই বলা হয়নি। এছাড়া এডহক কমিটির পূর্বে বা তফিসল ঘোষণা পর্যন্ত কোন অভিভাবক সমাবেশ হয়নি। এর পিছনে কোন অসাধু পথ অবলম্বন করার রহস্য রয়েছে বলে মনে হচ্ছে।

এ ব্যাপারে মাদ্রাসার সুপার মো: আব্দুস সালামের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দুমাস আগে অভিভাবক সমাবেশ করেছি। নির্বাচনী তফসিলের বিষয়টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে জানিয়েছি। তবে কোন অভিভাবককে তিনি চিঠি না দেয়ার বলে বিষয়টি স্বীকার করেন। নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, কোন অভিভাবক ভোটার তালিকা চাইলে ফি’র মাধ্যমে তালিকার কপি দিতে বাধ্য কর্তৃপক্ষ। অবশ্যই দাতা সদস্যদের অবহিত করার পাশাপাশি অভিভাবক মহলকে জানানো উচিত। তবুও বিষয়টি আমি দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং