প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ৩:১৩ পি.এম
নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল নান্দাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার, ৫ই সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার প্রশাসন ও উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর এবং নান্দাইলের সাধারণ জনগণের বিভিন্ন সেবা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। পরিশেষে নবাগত ইউএনও’কে নান্দাইলে শিক্ষার মান উন্নয়নসহ সুশাসন প্রতিষ্ঠা ও জনবাবন্ধব প্রশাসন গড়ে তুলার আহ্বান জানান সাংবাদিকনেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, এবি সিদ্দিক খসরু, মাহবুবুর রহমান বাবুল, জালাল মন্ডল, শাহজাহান ফকির প্রমুখ।
নবাগত ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। নান্দাইল একটি ঐতিহ্যবাহী স্থান। এই উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারের নিয়মনীতির মাধ্যমে ভালোকিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত