ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার, ১১ নভেম্বর সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলা সদরে আনন্দ র্যালি, উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা দেলুয়ার হোসেন বাবুল, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
আলোচনা সভা শেষে মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।