1. info@bdchannel4.com : BD Channel 4 :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

নান্দাইলে জালিয়াতি করে ভর্তির চেষ্টায় আটক ৩

শহিদুল ইসলাম পিয়ারুল, স্টাফ রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে উচ্চ মাধ্যমিকে জালিয়াতি করে ভর্তির চেষ্টায় কলেজের খন্ডখালীন কর্মী আসাদুজ্জামান সাজুসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে অন্য শিক্ষার্থীর নাম জানা যায়নি। এ ঘটনায় থানায় নিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।

জানাগেছে, রমজান হাসান নামে এক শিক্ষার্থী এক সহযোগী নিয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি হতে অনলাইনে ভর্তির নিশ্চয়নের পর প্রিন্ট কপি নিয়ে কলেজে যান। কিন্তু কলেজে থাকা নামের তালিকায় ওই শিক্ষার্থীর নাম পাওয়া যায়নি। বিষয়টি ধরা পড়ার পর টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের। খবর পেয়ে পুলিশ গিয়ে কলেজের খন্ডখালীন কর্মী আসাদুজ্জামান সাজুবসহ দুই শিক্ষার্থীকে আটক করে।

এ বিষয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত জানান, ভর্তি নিশ্চয়নের সময়সীম শেষ হওয়ার পর তালিকার একটি প্রিন্ট কপি কলেজে সংরক্ষণে রাখা হয়েছে। সেই তালিকা দেখেই উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে ভর্তি চুড়ান্ত করা হচ্ছে। কিন্তু একজন শিক্ষার্থী ভর্তি নিশ্চয়তার প্রমাণ দেখালেও কলেজে সংরক্ষিত তালিকায় তার নাম ছিল না। এরপর তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলেজের নিজস্ব পাসওয়ার্ড কেউ হাতিয়ে নিয়ে এ কান্ড ঘটিয়েছে। তদন্ত শেষ সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং