ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ পালন করা হয়েছে।
বুধবার, ১লা নভেম্বর সকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে এক বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।