1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন

দর্শনার্থীদের মন কাড়ছে তাড়াইলের কাইনহা বিলের পদ্মফুল

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুড় গ্রামের কাইনহা বিলে জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর দর্শনার্থীদের মন কাড়ছে লাল সাদা পদ্ম।

অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই।

সরেজমিন মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কাইনহা পদ্ম বিলে গিয়ে দেখা যায়, কয়েক একর পতিত জমিতে লাখ লাখ পদ্ম ফুল ফুটে আছে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামতো ফুল তুলে নিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ স্মৃতিটুকু ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন।

কাইনহা পদ্মবিলে সপরিবারে ঘুরতে আসা দর্শানার্থী আজহারুল ইসলাম চুন্নু বলেন, এখন আর তেমন পদ্মফুল দেখা যায় না। মানুষের মুখে মুখে শুনতে পেয়ে দেখতে এসেছি। তবে পদ্মফুলের কাছে যেতে অনেক প্রতিকূলতা পোহাতে হইছে। কাছ থেকে পদ্মফুল দেখে খুব ভালো লাগছে। কয়েকটা পদ্মফুল নিয়ে যাচ্ছি বাড়ির অন্যসব লোকদের দেখানোর জন্য।

স্থানীয় কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম  বলেন, কয়েক বছর আগেও এখানে তেমন কেউ আসতো না। গত ২ বছর ধরে প্রচুর নারী-পুরুষ এই পদ্মবিলে ফুল দেখতে আসেন।

পদ্মবিলে গিয়ে দেখা যায়, বিলপাড়ে রয়েছে কয়েকটি ছোট ডিঙিনৌকা। এগুলো দিয়ে ফুলপ্রেমীদের বিলে ঘুরিয়ে আনা হয়। এক নৌকায় ৩০০ থেকে ৪০০ টাকায় এক ঘণ্টা ঘুরে বেড়ানো যায়। স্থানীয় অনেকেই নৌকা চালিয়ে অর্থ উপার্জন করতে পারছেন। আবার অনেকে হেঁটে যতদূর সম্ভব বিলপাড়ে গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। ডিঙি নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, একেকজন মাঝি দিনে পাঁচ-ছয়বার করে নৌকায় লোকজন নিয়ে বিলে যায়। দর্শনার্থীদের নৌকায় করে বিলের পদ্ম ফুল দেখিয়ে ভালো আয় হচ্ছে বলে জানান তিনি।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, পদ্মফুল শুধু যে বিশুদ্ধতা, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের মনোহরণই করে তা নয়, খাদ্য ও ওষুধি গুণ হিসেবে পদ্ম আজ সারা বিশ্বে সমাদৃত। তিনি আরো বলেন, পদ্ম ফুল সাধারণত সাদা, গোলাপি অথবা হালকা গোলাপি রংয়ের হয়। অনেকেই লাল শাপলা আর পদ্ম ফুলের মধ্যে মিল থাকার কারণে চিনতে ভুল করেন। কিন্তু এর বীজপত্র ভালোভাবে দেখলেই পার্থক্য বোঝা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং