ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ গার্মেন্টস কর্মী নিহত আহত ১০
মো. মনির হোসেন, ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি।।
প্রকাশিত:
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
১৪৯
বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৫ গার্মেন্টস কর্মী নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন।
বুধবার, ১১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার চেলেরঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টসের শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পরে হাসপাতালে নেওয়ার পথে একজন নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় শনাক্ত হয়নি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আরেকজনের মৃত্যু হয়। তাঁর নাম সোহেল মিয়া (৩৫)। তিনি ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে। তিনি সকালে বাড়ি থেকে কারখানার উদ্দেশে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই সুজন মিয়া।