তাড়াইলে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে জমিসহ ঘর প্রদান উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
আমিনুল ইসলাম বাবুল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
প্রকাশিত:
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
১৫১
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য চতুর্থ পর্যায়ে (২য় ধাপ) উপকারভোগীদের জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমীন।
মঙ্গলবার, ৮ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমীন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট জমিসহ ঘর প্রদান করা হবে। দামিহা ইউনিয়নের হাত-কাজলায় ১৪ টি, তাড়াইল-সাচাইল ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুরে ১৪ টি, তালজাঙ্গা ইউনিয়নের বাশাটিতে ৩ টি, চিকনী-আউজিয়ায় ১২ টি, জাওয়ার ইউনিয়নের বিড়ি-জাওয়ারে ১ টি, এবং রাউতি ইউনিয়নের রাউতিতে ২ টিসহ মোট ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে।
প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইম-দাদ খান নওশাদ, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ ভূঞা।
এ সময় তাড়াইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।