চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় ১৪ জনের প্রাণহানীসহ এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮শ’ ৪ জন। এর মধ্যে নারী ৪শ’ ৬৯ ও পুরুষ রয়েছেন ৩শ ৩৫ জন।
৮০৪ জনের মধ্যে রাজধানীতে ৫৫২ জন ও রাজধানীর বাইরে সারাদেশে ২৫২ প্রাণ হারিয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৯৮ জন।
শনিবার, ১৬ সেপ্টেম্বর সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয় গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৮ জনের মধ্যে ৮৮১ জন ঢাকার বাসিন্দা ও ঢাকার বাইরের ১ হাজার ৭২৭ জন রয়েছেন।
চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন ডেঙ্গু রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৭২ হাজার ৩৮৪ জন এবং ঢাকার বাইরে ৯২ হাজার ১৭৪ জন।
ভর্তি ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৭৮২ জন এবং নারী ৬৩ হাজার ৭৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন।