প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৩, ১০:১৭ এ.এম
টাইফুন সতর্কতায় নির্ধারিত সময়ের আগেই বিশ্ব স্কাউট জাম্বুরী ছাড়ছে অংশগ্রহণকারীরা
টাইফুন খানুনের প্রভাবে সৃষ্ট চরম আবহাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে স্যামেনজিয়ামে অনুষ্ঠিত ২৫তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরিতে অংশ নেয়া প্রায় চল্লিশ হাজার কিশোর-কিশোরীকে তাদের ক্যাম্প সাইট থেকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই শেষ হচ্ছে বিশ্বে স্কাউটদের সবচেয়ে বড় জাম্বুরী।
সোমবার, ৭ আগস্ট সকালে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ স্কাউট মুভমেন্টকে একথা নিশ্চিত করেছে।
বিশ্ব স্কাউট জাম্বুরীর ইভেন্টে বহিরাঙ্গণ ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক পারফরম্যান্স, টেকসই কর্মশালা এবং অংশগ্রহণকারীদের, বেশিরভাগ মধ্য ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য অন্যান্য অনুষ্ঠান করার কথা ছিল।
টাইফুনটি বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, সিএনএন আবহাওয়াবিদদের মতে ৬ ইঞ্চি (১৫০ মিলিমিটার) পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে ১৫৬টি দেশের প্রায় ৩৬ হাজার স্কাউট অংশগ্রহণকারীকে বৃহত্তর সিউল এলাকায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনার ভাইস মিনিস্টার কিম সুং-হো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত