জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা
মো. মনির হোসেন, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি।।
প্রকাশিত:
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
৮৬
বার পড়া হয়েছে
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।
শুক্রবার ১৮ অগাস্ট দুপুরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আফফান বিন সিরাজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ইফা ময়মনসিংহের ট্রেইনার মো. দেলোয়ার হোসাইন, ইফা ত্রিশালের ফিল্ড সুপার ভাইজার মামুনুর রশিদ, জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছ উদ্দিন, মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ, বালিপাড়া উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর হোসেন, সংবর্ধিত হাফেজ আফফানের পিতা মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মালানা হিজবুল্লাহ প্রমুখ।