গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের শাহাদাত বার্ষিকীতে কুলিয়ারচরে মহিলা আ. লীগের র্যালি ও দোয়া মাহফিল
মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর।।
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
৮৭
বার পড়া হয়েছে
২০০৪ সালের ২১ অগাস্ট বিএনপি-জামাত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হয়ে ২৪ অগাস্ট নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এঁর সহধর্মিণী এবং বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি’র গর্ভধারিনী মা শহীদ বেগম আইভি রহমান এঁর ১৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ অগাস্ট দুপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলী’র নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদে শহীদ বেগম আইভি রহমানসহ ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেতাকর্মীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।