গৌরীপুরে স্কুল মাঠে মাটি ভরাটের ২ লক্ষাধিক টাকা উধাও!
উবায়দুল্লাহ্ রুমি, স্টাফ রিপোর্টার, ঈশ্বরগঞ্জ
প্রকাশিত:
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
৭৮
বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরের একটি স্কুল মাঠে মাটি ভরাটের জন্য টি.আর প্রকল্পে ২ লাক্ষাধিক টাকা বরাদ্দ হলেও মাটি না ফেলেই আত্মসাত করার অভিযোগ উঠেছে। সরকারি প্রকল্পের এ টাকা আত্মসাতের ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অনুসন্ধানে জানা যায়- ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি.আর) কর্মসূচী প্রকল্প ২য় পর্যায়ের আওতায় উল্লেখিত স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ ৭ হাজার টাকা বরাদ্দ হয়। দু’বছর আগে বরাদ্দ হলেও অদ্যবধি পর্যন্ত এক কোদাল মাটিও ফেলা হয়নি এ মাঠে। কে এই প্রকল্পের সভাপতি আর কে এই সরকারি বরাদ্দের টাকা তুলে আত্মসাত করেছেন তা সবই অজানা স্কুলের প্রধান শিক্ষকের কাছে।
সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান- প্রায় ৪ বছর আগে এ স্কুলের মাঠে একবার কিছু মাটি ফেলা হয়েছিল। এর পরে আর মাটি ফেলা হয়নি। তবে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছিলাম দু’বছর আগে আমাদের স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য বরাদ্দ এসেছে। কিন্তু ২ বছরের ভিতরে মাঠে এক কোদাল মাটিও ফেলা হয়নি। কে এই প্রকল্পের সভাপতি কে টাকা উত্তোলন করেছেন এ বিষয়ে কোন কিছু জানেন না তিনি।
তৎকালীন ডৌহাখলা ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এসব কিছু জানিনা, উপজেলা পরিষদে যোগাযোগ করেন বলে তিনি ফোন রেখে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু জানান, বিষয়টিতো অনেকদিন আগের আমি এখন বলতে পারছি না। দেখে বলতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফসানা আফরোজ জানান, আমি ভারপ্রাপ্ত হিসেবে আছি, বিষয়টি আমার জানা নেই।