গুরুদয়াল সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল ও টেরাকোটার উদ্বোধন
আশরাফুল ইসলাম তুষার।।
প্রকাশিত:
সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
৭৭
বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটার উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ১৪ অগাস্ট সকালে এ ম্যুরাল ও টেরাকোটার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ম্যুরাল ও টেরাকোটার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
এ সময় গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গুরুদয়াল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম মুশতাকুর রহমান বলেন,জাতির পিতার সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুদয়াল সরকারি কলেজে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটা’ স্থাপন করা হয়েছে।