1. info@bdchannel4.com : BD Channel 4 :
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে মেধাবী তরুণ সাব্বিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের প্রথম মৃত্যু বার্ষিকীতে সহস্রাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার, ২সেপ্টেম্বর সকাল ৯টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের মধ্যদিয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

এসময় প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্বাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীরমুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন আঙ্গুর, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন, আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রমিজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পিং-এ অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু রোগ, গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মুহাম্মদ আজিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. ঝুটন চন্দ্র বণিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন শরীফ, জাতীয় কিডনি হাসপাতালের কনসালটেন্ট (ইউরোলজি) ডা. মো. জিয়া উদ্দিন, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম,  নরসিংদী সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন)  ডা. মোস্তফা কামাল উদ্দিন খান, নরসিংদী জেলা ১০০ সয্যাবিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট (অর্থেপেডিক্স) ডা. মো. শহীদুল ইসলাম ডালিম, ভৈরব ট্রমা সেন্টারের কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. নাসিম আল ইসলাম, নরসিংদী সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউসার সুমন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আদনান আখতার, মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা ও মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং