আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা -মিঠামইন -অষ্টগ্রাম) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো:আবদুল হামিদের বড় ছেলে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
সোমবার , ২০ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে রবিবার ১৯ নভেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে তাঁর অনুসারীরা।
ইটনা-মিঠামইন -অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ -৪ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ও গুরুত্বপূর্ণ একটি আসন। তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পেয়ে এই আসন থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো:আবদুল হামিদ সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচির হওয়ার পরে তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক রাষ্ট্রপতির ছেড়ে দেয়া আসনে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
এসময় তার সাথে সহ দলীয় নেতাকর্মী তার অনুসারীগণ উপস্থিত ছিলেন।