1. info@bdchannel4.com : BD Channel 4 :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে আহত শিশুর চিকিৎসায় অনুদান প্রদান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

প্রবাস জীবন মানে আরাম-আয়েশের কোন জায়গা নয়। প্রবাস জীবন মানে অন্যকে ভালো রাখার জন্য নিজে কষ্ট করে যাওয়া। এমন বাস্তব উপলব্ধি থেকেই চলতি বছরের শুরুতে প্রবাসে কর্মরতদের নিয়ে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে ‘চলবো মোরা একসাথে-জয় করবো দারিদ্রতাকে’ এ শ্লোগানকে সামনে রেখে প্রবাসে নিজেরা সুখে দুঃখে পাশে থাকার পাশাপাশি দেশে নিজ এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে কাজ করা।

করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের হতদরিদ্র দ্বীন ইসলামের শিশুসন্তান মোয়াজ গত ২০ অগাস্ট সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু হতদরিদ্র বাবার পক্ষে কোনভাবেই শিশুটির উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। এ খবর কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইমন জানতে পেরে প্রথমে নিজে কিছু আর্থিক সহযোগিতা করেন। পরবর্তিতে তার মাধ্যমে গত ২৪ অগাস্ট রাতে অবুঝ শিশু মোয়াজের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে ২১ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাজী মো. আনোয়ার হুসাইন ছাড়াও সংগঠনের সদস্য প্যারাডাইস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রঞ্জন কুমার সরকার, সংগঠনের সদস্য সোহাগ ইবনে আবদুল, সাইমন, শরিফুল ইসলাম, গুজাদিয়া ৯নং ওয়ার্ড মেম্বার লিটন মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার আরজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং