অভিন্ন মানদণ্ডের আলোকে মার্ডার মামলার মূল আসামিদের গ্রেফতার, ফৌঃকাঃবিঃ১৬৪ ধারার জবানবন্দিসহ বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জুলাই/ ২০২৩ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার ,২৪ অগাস্ট কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচনের ক্ষেত্রে সারাদেশে অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার হিসেবে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এর হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন,আমাকে বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) স্যারকে।
সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যারসহ জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।
উল্লেখ্য,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ইতিমধ্যে মানবিক ওসি/পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছেন।কিশোরগঞ্জ সদর উপজেলার মাদক,জুয়া,সন্ত্রাস,বাল্যবিবাহ, ইভটিজিং,চুরি,ছিনতাই,খুন,রাহাজানি দূর করতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে ইতিমধ্যে তিনি জেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।