প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সৈয়দ সাফায়েত -সৈয়দা মাহ্বুবা ফাউন্ডেশন এর আয়োজনে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার, ৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় জেলা শহরের সমবায় কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের সেজো ছেলে ও মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম।
কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত উদ্দিন আহম্মেদ বচ্চনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়াতুল ইসলামের স্ত্রী নাজমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, আব্দুস ছালামসহ আরো অনেকেই।
এ সময় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পৌর শ্রমিকলীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক আজিজুল হাকিম টনির নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী সহ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম কে নৌকা প্রতীক দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।