কিশোরগঞ্জ জেলায় কর্মরত হকারদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। শুক্রবার, ১১ অগাস্ট রাত ৮টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই রেইনকোট বিতরণের আয়োজন করে দৈনিক যায়যায় দিন ফেন্ডস ফোরাম কিশোরগঞ্জ।
দৈনিক যায় যায় দিনে জেলা প্রতিনিধি আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতি লি: এর সভাপতি মো:জসিম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি বেলাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু।