কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম প্রধান সড়কের ফুটপাতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দা বটি ছুরির দোকান। জেলা শহরের পুরাতন স্টেডিয়াম এর পূর্বে গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে দেখা গেছে এমন দৃশ্যের।
দা-বটি গৃহস্থালী কাজের নিত্যদিনের সঙ্গী হলেও এভাবে ব্যস্ততম প্রধান সড়কের ফুটপাতে খোলামেলা ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠায় পথচারী ও যানবাহনে চলাচলকারীদের জন্য এটি খুবই ভয়ংকর বিষয় হয়ে দাড়িয়েছে।
কেননা যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কারন দোকানিরা খোলামেলা ভাবে এসব দা-বটি-ছুরির পসরা সাজিয়ে বসেছে। তা ছাড়া দোকানে বসেই এসব দা-বটি সান দিয়ে থাকে। যার ফলে যেকোন সময় পথচারী বা যানবাহনে চলাচলকারীরা দুর্ঘটনার শিকার হতে পারে।
পথচারী শফিউল আলম বলেন, ভ্রাম্যমাণ দোকানিরা যেভাবে খোলামেলা ভাবে দা-বটি সাজিয়ে রেখেছে বিক্রির জন্য তা খুবই রিস্কি একটা ব্যাপার। কারণ কোন পথচারী যদি অজ্ঞাতসারে ইটের উপর পা ফেলে উষ্ঠা খেয়েও পরে তাহলে এই দা-বটির উপর গিয়ে পড়বে। এতে একজন মানুষের মৃত্যুঝুঁকি রয়েছে।
তাই দা-বটির ভ্রাম্যমাণ এ দোকানগুলো নিরাপদ স্থানে বসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরেক পথচারী আবুল কালাম আজাদ বলেন, ভ্রাম্যমাণ দোকানিরা যেভাবে রাস্তার পাশে ফুটপাতে দা-বটি নিয়ে বসেছে তা সত্যি বিপদজনক। কারণ যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। রাস্তায় অনেক সময় জ্যামের কারণে জায়গা হয় না। আর আমরা ফুটপাত দিয়ে হাটাচলা করি আবার অনেকে ফুটপাতের পাশ দিয়ে বাইক চালায় এতে করে কেউ যদি বাইক থেকে পড়ে যায়, বা পথচারীরা অসতর্কতাবশত পড়ে যায় তাহলে দা-বটির উপর গিয়ে পড়বে। এতে করে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। এজন্য এসব দোকান নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য দাবী জানাচ্ছি।