প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৯:০১ এ.এম
কিশোরগঞ্জে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কুপিয়ে জখম,আটক ২
কিশোরগঞ্জ মসজিদের কমিটি গঠন এবং মসজিদে ইমামের সাথে নামাজ পড়া নিয়ে মত বিরোধের জেরে মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে কুপিয়ে আহত করেছে স্থানীয় দুই ব্যাক্তি।
সোমবার, ১১ সেপ্টেম্বর সকাল ৯ টায় সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় পঁচুশাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মসজিদের ইমাম রবিউল ইসলাম (৩৫) ও মুয়াজ্জিন আরমানকে(২০) উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইমাম রবিউল ইসলাম করিমগঞ্জ উপজেলার ধলিয়াকান্দা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে ও মুয়াজ্জিন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া গ্রামের দস্তর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার সকালে মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া পঁচুশাহ জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদের ইমামের সাথে নামাজ পড়া নিয়ে মত বিরোধ থাকায় মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মুয়াজ্জিন আরমানকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় স্থানীয়রা কুপিয়ে হত্যাচেষ্টাকারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়। আটক দুইজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চং শোলাকিয়া এলাকার মৃত মনফর আলীর ছেলে আমিন (৪৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে রমজান(২৫)।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আসামি দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত